ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেফিন সুমন

মানবিক বাংলাদেশ গড়ব

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ আগস্ট ২০১৫

মানবিক বাংলাদেশ গড়ব

কবি বলেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কবির এ কথাটির অর্থ বন্যপ্রাণীর জন্য বন সবচাইতে নিরাপদ। আর শিশুদের জন্য মায়ের কোল। কিন্তু আজ অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, মায়ের কোল কেন মায়ের গর্ভের শিশুরাও নিরাপদ নয়। যে মা নিজে না খেয়ে না ঘুমিয়ে তার ভবিষ্যত সন্তানের জন্য নিজের জীবনকেও ত্যাগ করতে দ্বিধাবোধ করে না, সেই মায়ের গর্ভেও আজ শিশুরা নিরাপদ নয়। আর ভূমিষ্ঠ হওয়ার পরের গল্প কাহিনীতো পত্রিকায় পাতায় এবং টিভি অন করলেই দেখতে পাই। নিজের ওপর ঘৃণা হচ্ছে। মনে হচ্ছে আমার মধ্যে ঘুণ ধরেছে। চারপাশের এই বর্বরতা, নৃশংসতা, বেহায়ার মতো শুধু দেখেই যাচ্ছি। কিছুই করতে পারছি না। আমরা নাকি সৃষ্টির সেরা জীব। কিন্তু রাজন-রাকিবদের কথা মনে পড়তেই মনে হয় আমরাই নিকৃষ্টতম জীব আর আমাদের রাষ্ট্র অমানবিক রাষ্ট্র। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছিলেন, মানবিক ঢাকা চাই। তার সঙ্গে একমত হয়ে বলতে চাই, শুধু মানবিক ঢাকা নয়, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই সঙ্গে চাই সুশাসনের বাংলাদেশ। আজকে আমাদের মধ্যে যে বিষয়টির সবচাইতে অভাব তা হচ্ছে মানবিকতাÑ মনুষ্যত্ববোধ। আমরা এতটাই অমানবিক হয়ে গেছি যে, মানুষ হয়ে মানুষকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে মারতে আমাদের হাত কাঁপে না, আর সেই সঙ্গে যোগ হয় আমাদের বিচারহীনতা। একটি নিষ্পাপ শিশু বাচ্চাকে মেরে নাকের ডগা দিয়ে আমাদের প্রজাতন্ত্রের সেবকদের সহযোগিতায় বিদেশ চলে যাওয়া। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা। সুশাসন ও জবাবদিহিতার অভাব। আজ শিশু নির্যাতন থেকে শুরু করে সকল নির্যাতনের বিরুদ্ধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেই জেগে উঠতে হবে। মিরপুর, ঢাকা থেকে
×