ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোকেন মামলায় গ্রেফতার ছয় আসামি ফের রিমান্ডে

প্রকাশিত: ০৫:২৫, ১৪ আগস্ট ২০১৫

কোকেন মামলায়  গ্রেফতার ছয় আসামি ফের  রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সানফ্লাওয়ার ঘোষণায় দক্ষিণ আমেরিকার বলিভিয়া থেকে তরল কোকেন আমদানির মামলায় গ্রেফতার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্তকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে। সে অনুযায়ী ছয় আসামিকে পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও চট্টগ্রাম মহানগর পিপি এ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দশ দিন করে রিমান্ডের প্রার্থনা করা হয়েছিল। আসামিপক্ষের কৌঁসুলিরা রিমান্ড আবেদনের বিরুদ্ধে বক্তব্য প্রদান করলেও শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়। এরমধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের মালিকানার প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে এ আসামিকে দশ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কসকো শিপিং লাইনের ম্যানেজার একে আজাদ, গার্মেন্টসপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান ম-ল গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামালের দু’দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে এ তিন আসামিকে তেরো দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম ও সিএ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলামের রিমান্ড মঞ্জুর হয়েছে পাঁচ দিন করে। এ দুই আসামিকে আগে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
×