ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রফেসর রাজ্জাক পেলেন এশিয়াস এডুকেশন এক্সেলেন্স এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৫:২৫, ১৪ আগস্ট ২০১৫

প্রফেসর রাজ্জাক পেলেন এশিয়াস এডুকেশন এক্সেলেন্স এ্যাওয়ার্ড

শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্র্রেসিডেন্ট ড. সুলতান মুহম্মদ রাজ্জাক ৬ষ্ঠ এশিয়াস এডুকেশন এক্সেলেন্স এ্যাওয়ার্ড লাভ করেছেন। এই পুরস্কার প্রদানের উদ্যোক্তা ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস, সিএমও এশিয়া ও সিএমও কাউন্সিল নামের সিঙ্গাপুরের কয়েকটি প্রতিষ্ঠান। বুধবার সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক ম্যারিনা স্কয়ারে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। ড.সুলতান মুহম্মদ রাজ্জাকের পক্ষে সিঙ্গাপুরে অবস্থানরত ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির ভলান্টিয়ার রূপন শর্মা পুরস্কারটি গ্রহণ করেন। ড. সুলতান মুহম্মদ রাজ্জাক বাংলাদেশে প্রথম ভার্চুয়াল ও গবেষণা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। তিনি ইউনেস্কোর সনদ ১৯৭২, ১৯৫৪, ১৯৭০, ২০০১, ২০০৩, ২০০৫ এবং জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট, গ্লোবাল কমপ্যাক্টের নীতিমালা ও মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (গউএ) ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (ঝউএ) সহযোগে উচ্চ শিক্ষা পাঠ্যক্রম চালু করেছেন, যা মানুষের অধিকার, নৈতিকতা, টেকসই উন্নয়ন এবং শান্তি বিষয়ক শিক্ষা নিশ্চিত করে। -বিজ্ঞপ্তি
×