ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচকের পতনে সপ্তাহের

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ আগস্ট ২০১৫

সূচকের পতনে সপ্তাহের

লেনদেন শেষঅর্থনৈতিক রিপোর্টার ॥ উত্থানে শুরু হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে মূল্য সূচকের পতনে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। একইভাবে সূচকের পতনের কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কিছুটা কমেছে। ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে বৃহস্পতিবার ডিএসইতে ৬০৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২ কোটি টাকা বা ২ দশমিক ০৪ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ?৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ পয়েন্টে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফ্যামিলি টেক্স, এইচ আর টেক্স, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড, এ্যাপেক্স ফুডস, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি ৩য় এনআরবি, ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সন্ধানী ইন্স্যুরেন্স, ৮ম আইসিবি, ষষ্ঠ আইসিবি, ৭ম আইসিবি, ৪র্থ আইসিবি, বিচ হ্যাচারি, মুন্নু স্টাফলারস, ২য় আইসিবি, সোনালী আঁশ ও ১ম আইসিবি। এদিকে ঢাকার বাজারে সব ধরনের সূচক কমলেও ব্যত্যয় ঘটেছে অপর বাজারে। সেখানে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির, দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফ্যামিলি টেক্স, শাহজিবাজার পাওয়ার, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, মোজাফফর হোসেন স্পিনিং, বিচ হ্যাচারি ও বেক্সিমকো ফার্মা।
×