ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উৎপাদন ক্ষমতা বাড়াবে আরএসআরএম স্টিল

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ আগস্ট ২০১৫

উৎপাদন ক্ষমতা বাড়াবে আরএসআরএম স্টিল

প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল) তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ লাখ ৫৭ হাজার ২০০ মেট্রিকটনে উন্নীত করতে মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। আরএসআরএম এক্স পাওয়ার টিএমটি ৫০০ ওয়াটের রড উৎপাদনের চাহিদা মেটাতে সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মেশিনারিজ আমদানির বিষয়ে আগামী ১৭ আগস্ট সরবরাহকারীদের সঙ্গে কোম্পানিটির চুক্তি সই হবে। আধুনিকায়নের এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। প্রকল্পের কাজ ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×