ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকার আন্তরিক ॥ মুহিত

প্রকাশিত: ০৬:০৪, ১৪ আগস্ট ২০১৫

মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকার আন্তরিক ॥  মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মহিলা ও শিশু কল্যাণ খাতের অর্থ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও বেকার মহিলাদের মধ্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, মানুষের উন্নয়ন ও সুখে জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়নসহ যত উন্নয়ন সাধিত হচ্ছে তাতে দেশের জনগণের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, যাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সেলাই মেশিন প্রদান করা হয় এর সহায়তায় তাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যায় এবং তাদের কর্মশক্তি আরও বাড়িয়ে দেয়। সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার একেএম আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি হাজী মখলিছুর রহমান, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, টুলটিকর ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এএইচএম মালিক ইমন, এ্যাডভোকেট আফসর আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ।
×