ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেসিসির নারী কাউন্সিলরের ছেলে গুলিতে নিহত

প্রকাশিত: ০৬:১৬, ১৪ আগস্ট ২০১৫

কেসিসির নারী  কাউন্সিলরের ছেলে গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে এক নারী কাউন্সিলরের ছেলে একাধিক মামলার আসামি নজরুল ইসলাম নাজু (২৮) নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা সোহরাব হোসেন দাদো বৃহস্পতিবার তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, নগরীর দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড় এলাকায় নজরুল ইসলাম ওরফে নাজু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। গুলি মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নজুর বাবা পাবলা ফকিরপাড়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেন দাদো এবং মা খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম। ঘটনার পর লাশের সুরতহাল করার সময় নিহতের কোমরে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি অবৈধ পিস্তল পাওয়া গেছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় নাশকতা, দস্যুতা, অস্ত্র, মাদক মামলাসহ এক ডজন মামলা রয়েছে। মাদকদ্রব্যের টাকা ভাগাভাগি কিংবা অন্য কোন বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
×