ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৬ লাখ গাছের চারা রোপণ

প্রকাশিত: ০৬:১৯, ১৪ আগস্ট ২০১৫

মুন্সীগঞ্জে ৬ লাখ গাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে বৃহস্পতিবার বঙ্গবন্ধুকে স্মরণে শিশু শিক্ষার্থীরা একযোগে ছয় লাখ গাছের চারা রোপণ করেছে। এ চারা রোপণ নিয়ে বিশেষ পরিবেশ সৃষ্টি হয় এখানে। রাস্তাঘাটে সবখানেই গাছের ছড়াছড়ি। শিক্ষার্থীরা গাছের চারা হাতে বাড়ি ফিরেছে। আর বাড়ি বাড়ি গিয়ে দেখা যায় চারা রোপণের ব্যস্ততা। যেন রোপণোৎসব। জেলার প্রায় তিন লাখ শিক্ষার্থী দুটি করে গাছের চারা রোপণ করে তা পরিচর্যায় ব্যস্ত ছিল। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ফাউন্ডেশনের উদ্যোগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হুমায়ুন কবীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
×