ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালে সেতু নেই

আমতলীতে ভোগান্তি তিন গ্রামের মানুষের

প্রকাশিত: ০৬:২০, ১৪ আগস্ট ২০১৫

আমতলীতে ভোগান্তি তিন গ্রামের মানুষের

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৩ আগস্ট ॥ আমতলী উপজেলার মরা মহিষ ডাঙ্গা খালে সেতু না থাকায় ৩ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ভেলায় করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ জনগণকে পারাপার হতে হয়। জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া, পশ্চিম মহিষডাঙ্গা ও মরিচবুনিয়া গ্রামের ওপর দিয়ে মহিষডাঙ্গা খালটি প্রবাহিত। খালের একটি অংশে পলিমাটি পড়ে ভরাট হয়ে যাওয়াতে নতুন নামকরণ করা হয় মরা মহিষডাঙ্গা খাল। এ খালটির দৈর্ঘ্য ২ কিলোমিটার। এ খালের পাড়ে ৩ গ্রামের ৪-৫ হাজার লোকের বসবাস। মোতলেব মুন্সির বাড়ির সামনে দিয়ে ভেলায় করে প্রতিদিন শত শত মানুষ এ খাল পারাপার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিদ্যালয় যাচ্ছে। আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা বলেন, মরা মহিষডাঙ্গা খালের ওপর ব্রিজ প্রয়োজন কিন্তু কোন বরাদ্দ পাচ্ছি না। আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন বলেন, আগামী আর্থিক বছরে এডিপির অবকাঠামো উন্নয়ন বাজেটে এ খালটির ব্রিজ নির্মাণ কাজ অন্তর্ভুক্ত করা হবে।
×