ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের সেঞ্চুরি

গল টেস্ট ॥ দ্বিতীয় দিনেই বিপাকে স্বাগতিক শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:২১, ১৪ আগস্ট ২০১৫

গল টেস্ট ॥ দ্বিতীয় দিনেই বিপাকে স্বাগতিক শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ কুমার সাঙ্গাকারার বিদায়ী সিরিজ। দারুণ কিছু করে এ কিংবদন্তিকে বিদায় দেয়ার প্রত্যয় নিয়ে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক। উল্টো সফরকারী ভারতীয় দলই দ্বিতীয় দিনশেষে আছে গলে চলমান প্রথম টেস্টে চালকের আসনে। আর চরম বিপদে লঙ্কানরা। প্রথম ইনিংসের মতোই লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হামলে পড়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। মাত্র ৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে লঙ্কানরা। সে কারণে গল টেস্টের দ্বিতীয় দিনশেষে ১৮৭ রানে পিছিয়ে এখন স্বাগতিকরা। আগের দিনের ২ উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমে এর আগে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় ৩৭৫ রানে। শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে থামাতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। আগের দিন ২৮ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু এরপর ধাওয়ান ৫৩ ও কোহলি ৪৫ রান নিয়ে অপরাজিত থেকে নির্বিঘেœ দিন শেষ করেছিলেন। দ্বিতীয় দিনের শুরু থেকেও তারা আস্থার সঙ্গে মোকাবেলা করেছেন লঙ্কান বোলিং বিভাগের আক্রমণ। দু’জনেই শতক হাঁকান। ধাওয়ান ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়ে যান। আর কোহলি নিজের একাদশতম। তৃতীয় উইকেটে তাদের ২২৭ রানে জুটি অনেক বড় একটি সংগ্রহের পথ বাতলে দিয়েছে সফরকারী ভারতীয় দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটিই ভারতের তৃতীয় উইকেটে সেরা জুটির রেকর্ড। তবে টেস্ট ক্রিকেটে পরিস্থিতি পাল্টে যেতে সময় লাগে না। সেঞ্চুরিয়ান কোহলি ও পরে আজিঙ্কা রাহানেকে ৯ বলের ব্যবধানে সাজঘরে ফেরত পাঠিয়ে ঠিকই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে দুজনের বিপক্ষে দেয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। তরুণ অফস্পিনার থারিন্ডু কৌশলকে যেন উপহার দেয়া হয়েছে প্রশ্নবিদ্ধ আউট দিয়ে। আগের দিন ধাম্মিকা প্রসাদ আর অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস দ্রুত দুটি সাফল্য এনে দিয়েছিলেন লঙ্কানদের। দ্বিতীয় দিনে তার কেউ আর দ্বিতীয় কোন সাফল্য পাননি। তবে টানা দুই উইকেট নেয়ার পর তরুণ থারিন্ডু ভারতীয় ব্যাটিং বিভাগকে মুড়ে দিয়েছেন। তার সঙ্গে যোগ দেন পেসার নুয়ান প্রদীপ। কোহলি ১১ চারে ১০৩ রানে ফেরার পর রাহানে শূন্য। পরে ধাওয়ানকে শিকার করেন প্রদীপ সরাসরি বোল্ড করে। ধাওয়ান ২৭১ বলে ১৩ চারে ১৩৪ রান করেছিলেন। এরপর একাই সংগ্রাম করেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তিনি ১২০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬০ রান করে বিদায় নেয়ার পর আর বেশিক্ষণ টেকেনি ভারতের ইনিংস। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন থারিন্ডু। প্রদীপ নেন ৩ উইকেট। ২ উইকেটে ২৫৫ থেকে ৩৭৫ রানে অলআউট হয় এ দু’জনের ভয়াল বোলিংয়ে। ১২০ রানেই শেষ ৮ উইকেট খোয়ায় তারা। ভারতীয় স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে ১৮৩ রানেই মুখ থুবড়ে পড়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই আবার একই বিপদে পড়েছে তারা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনে ওপেনার দিমুথ করুনারতেœকে (০) ফিরিয়ে দেন অশ্বিন। পরের ওভারে কুশল সিলভাকেও শূন্য রানে ফিরিয়ে দেন মিশ্র। দুই উইকেট ৫ রান নিয়ে দারুণ বিপদে পড়া লঙ্কানরা এখনও পিছিয়ে ১৮৭ রানে।
×