ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে ৭শ’ কেজি গন্ডারের শিং ও হাতির দাঁত উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ আগস্ট ২০১৫

ভিয়েতনামে ৭শ’ কেজি গন্ডারের শিং ও হাতির দাঁত উদ্ধার

ভিয়েতনামের পুলিশ ৭০০ কিলোগ্রামের বেশি (১৫০০ পাউন্ড) গ-ারের শিং ও হাতির দাঁত আটক করেছে। এগুলো মোজাম্বিক থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির। তুয়োই ত্রে পত্রিকা জানায়, বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় দানাং বন্দরের একটি জাহাজে এগুলোর সন্ধান পাওয়া যায়। এগুলোকে দুটি কন্টেইনারের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। জাহাজটি পাথর চালান করছিল। প্রতিবেদনটিতে বলা হয়, ‘হাতির দাঁতের ওজন ৫৯৩ কিলোগ্রাম ও গ-ারের শিংয়ের ওজন ১৪২ কিলোগ্রাম।’ এই অবৈধ চালানটি মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে আসে বলে প্রতিদেনটিতে জানানো হয়। চালানটির চূড়ান্ত গন্তব্য সম্পর্কে প্রতিবেদনটিতে কিছু না জানালেও জাহাজটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বন্দর হাই ফোংয়ে থামার কথা ছিল। বিপন্ন প্রজাতির পশু ব্যবসার জন্য ভিয়েতনামকে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত করা হচ্ছে। ১৯৭৭ সালে ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিজ অব ওয়াইল্ড ফনা এ্যান্ড ফ্লোরা (সিআইটিইএস)-এর সম্মেলনে বিশ্বে গ-ারের শিং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। বিশ্বে মাত্র ৫ হাজার কালো গ-ার ও আনুমানিক ২০ হাজার সাদা গ-ার রয়েছে। এগুলোর অধিকাংশেরই বাস আফ্রিকার দক্ষিণাঞ্চলে।
×