ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ আগস্ট ২০১৫

রংপুরে নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ সেøাগানে শুক্রবার রংপুরে শেষ হয়েছে ৬ দিনব্যাপী রংপুর বিভাগীয় নাট্য নির্দেশক কর্মশালা। কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার ২০ নির্দেশক অংশ নেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে রংপুর টাউন হলে গত ৯ আগস্ট এই কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন নাট্য নির্দেশক ফয়েজ জহির। আর প্রধান প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক। এর আগে মলয় ভৌমিকের রচনায় এবং কর্মশালায় অংশ গ্রহণকারীদের অভিনয়ে প্রদর্শিত হয় নাটক ‘কেদারা’। অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক রাজ্জাক মুরাদ, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, আরিফুল হক রুজু, মানিক সরকার মানিক, শিলা মনসুর, ড. তুহিন ওয়াদুদ, জিএম নজু প্রমুখ।
×