ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুজিব হত্যার প্রতিবাদকারীদের কিশোরগঞ্জে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:০৮, ১৫ আগস্ট ২০১৫

মুজিব হত্যার প্রতিবাদকারীদের কিশোরগঞ্জে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ আগস্ট ॥ বঙ্গবন্ধু হত্যাকা-ের পর প্রথম প্রতিবাদ মিছিলে অংশ নেয়া ২০ জন প্রতিবাদকারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধিতরা হচ্ছেন প্রয়াত এ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাইদুর রহমান মানিক, ভূপেন্দ্র ভৌমিক দোলন, অশোক সরকার, এনামুল হক ইদ্রিস, আলী আসগর স্বপন, হাবিবুর রহমান মুক্তু, গোলাম হায়দার চৌধুরী, পীযুষ কান্তি সরকার, অলক ভৌমিক, অরুণ কুমার রাউত, প্রয়াত নির্মলেন্দু চক্রবর্তী, প্রয়াত সেকান্দর আলী ভূঞা, হালিম দাদ খান রেজওয়ান, প্রয়াত আবদুল আহাদ, রফিকউদ্দিন পনির, গোপাল দাস, প্রয়াত আকবর হোসেন খান, নূরুল হোসেন সবুজ, সৈয়দ লিয়াকত আলী বুলবুল। সংগঠনের সহ-সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা বারের সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার আসাদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট অশোক সরকার, অধ্যাপক শরীফ সাদী, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, তৎকালীন ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও জাতীয় ছাত্র লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ১৫ আগস্ট শহরে প্রতিবাদ মিছিল করেন।
×