ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাব্য সঙ্কট শিমুলিয়া ঘাটে পারাপারে ভোগান্তি

প্রকাশিত: ০৬:১১, ১৫ আগস্ট ২০১৫

নাব্য সঙ্কট  শিমুলিয়া ঘাটে  পারাপারে ভোগান্তি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্যতা সঙ্কটে রো রো ফেরি বন্ধ ও সীমিত সংখ্যক ফেরি চলাচলের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে শুক্রবার পারাপারের অপেক্ষায় ছিল ৫ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের লাইন লম্বা হতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে বসে থেকে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ১৮টি ফেরি চলাচল করলেও বর্তমানে ১২টি মাঝারি ও ছোট ফেরি চলাচল করছে। নাব্যতা সঙ্কটের কারণে তাও আবার ৪০ শতাংশ কম যানবাহন লোড করে ফেরিগুলো পদ্মাপাড়ি দিচ্ছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক জানান, পারাপারের অপেক্ষায় কয়েক শ’ গাড়ি অপেক্ষা করছে। রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। যে সকল ফেরিগুলো চলছে তাও ধারণ ক্ষমতার অনেক কম সংখ্যক গাড়ি নিয়ে পদ্মাপাড়ি দিচ্ছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ঘাটে দেখা দিয়েছে যানজট।
×