ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মানববন্ধন মিথ্যা জন্মদিন পালন বন্ধ করা হবে

প্রকাশিত: ০৬:১২, ১৫ আগস্ট ২০১৫

চট্টগ্রামে মানববন্ধন মিথ্যা জন্মদিন পালন বন্ধ করা হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার বিরুদ্ধে শুক্রবার চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠনের চট্টগ্রাম বৃহত্তর জোটের আহ্বানে এতে যোগ দেয় বিভিন্ন সংগঠন। কর্মসূচী থেকে বক্তারা বলেন, বেগম জিয়া যদি মিথ্যা জন্মদিন পালন থেকে বিরত না থাকেন তাহলে বিএনপির সঙ্গে সমঝোতার আর কোন পথ খোলা থাকবে না। এই মিথ্যাচারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে শুক্রবার সকালে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে ব্যানার সহকারে যোগ দেয় বঙ্গমাতা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠী, ব্লাইন ক্রিকেট ক্লাব, আমরা রাসেল চট্টগ্রাম মহানগর, শেখ জামাল সমর্থক গোষ্ঠী, ডিজেইবল স্পোর্টস এ্যাসোসিয়েসন ও বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী। এতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠনের বৃহত্তর জোটের আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী বলেন, জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটা থেকে যদি খালেদা জিয়া বিরত না হন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে। জাতির এই শোকাবহ দিনে বিএনপি নেত্রী কেক কাটেন কিভাবেÑ এ প্রশ্নের অবতারণা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে বেগম জিয়ার ঘটা করে জন্মদিন পালন শোভা পায় না।
×