ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাড্ডায় থমথমে পরিস্থিতি ॥ ভয়ে কেউ মুখ খুলছে না

প্রকাশিত: ০৫:৩১, ১৬ আগস্ট ২০১৫

বাড্ডায় থমথমে পরিস্থিতি ॥ ভয়ে কেউ মুখ খুলছে না

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে সরকারদলীয় তিন নেতা নিহত এবং একজন আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় শুনশান নীরবতা বিরাজ করছে। কেউ ভয়ে মুখ খুলতে চায় না। অনেক দোকানপাট শনিবারও বন্ধ ছিল। যাকেই জিজ্ঞাসাবাদ করা হয় তিনিই এলাকায় নতুন এসেছেন বলে দায় এড়িয়ে যান। হতাহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে শনিবার রাত আটটা পর্যন্ত হত্যাকা-ের ঘটনায় মামলা হয়নি। এমনকি গ্রেফতার হয়নি হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউই। যদিও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বাড্ডা থানা পুলিশ জানিয়েছে। হত্যাকা-ের ঘটনায় পুলিশ অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে। হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অনেককেই নজরদারিতে রাখা হয়েছে। যেকোন সময় তাদের আটক বা গ্রেফতার করা হতে পারে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন মধ্যবাড্ডার আদর্শনগরের আল সামি হাসপাতাল সংলগ্ন ঢাকা ওয়াসার ৮ নম্বর মডস জোনের ভেতরে ঘটনাটি ঘটে। হতাহতরা প্রতিদিনের মতো সেখানে বসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। আচমকা কয়েক সন্ত্রাসী সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই যুবলীগ কর্মী ও উত্তর বাড্ডার এইচএএফ হাসপাতালের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ মানিক ( ৪৫) ও ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মোল্ল্যা ওরফে শামছু মোল্লার (৫৩) মৃত্যু হয়।
×