ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঠের ফেরারি!

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ আগস্ট ২০১৫

কাঠের ফেরারি!

যেনতেন গাড়ি নয়, ফেরারি গাড়ি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। কি অবাক হচ্ছেন? এ কিভাবে সম্ভব? এ তো আর নৌকা কিংবা জাহাজ নয় যে কাঠ দিয়ে তৈরি হবে। গাড়ি! তাও আবার বিলাসবহুল ফেরারি! বিশ্বাস করতে কষ্ট হলেও কাঠ দিয়ে এমন গাড়িই তৈরি হয়েছে। গাড়িটি তৈরি করেছেন ইতালির শিল্পী লিভিও ডি মার্সি। এ গাড়িটি তৈরি করে তিনি বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যে গাড়িটি রিপ্লিস বিলিভ ইট অর নটে তালিকাভুক্ত করা হয়েছে। ভাসমান এই গাড়িটি ফেরারি এফ ৫০ গাড়ির নকশায় তৈরি। লিভিওকে এই গাড়িটি তৈরি করতে কম কাঠ-খড় পোড়াতে হয়নি। একা একাই তিনি এটি তৈরি করেছেন। ফেরারি গাড়ির মতই এতে আছে ড্যাশবোর্ড, উইন্ডশিল্ড, আসন এবং চাকা। গাড়ির ইঞ্জিনের বদলে ব্যবহার করা হয়েছে স্পিড বোটের ইঞ্জিন। এটি তৈরি করতে তার পাঁচ মাস সময় লেগেছে। বর্তমানে গাড়িটি যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোতে রিপ্লিস বিলিভ ইট অর নটের আয়োজনে ‘স্যান ডিয়াগো এয়ার এ্যান্ড স্পেস মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে। দর্শক উপচে পড়ছে সেই মিউজিয়ামে কাঠের তৈরি অবিশ্বাস্য ফেরারি গাড়িটি দেখতে। সূত্র: ইন্টারনেট
×