ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ছিলেন সাহস ও শক্তির প্রতীক ॥ কামাল নাসের

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু ছিলেন সাহস ও শক্তির প্রতীক ॥ কামাল নাসের

বিশেষ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর স্বপ্ন ও আশা-আকাক্সক্ষার প্রতীক। স্বাধীনতার পরপরই তিনি প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। সিটিজেন চার্টার প্রণয়নের উদ্যোগও নেন। কর্মকর্তাদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধুর সেই সকল কার্যক্রমই এখন বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন।
×