ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাকার নোট থেকে মারাত্মক ব্যাধি

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ আগস্ট ২০১৫

টাকার নোট থেকে মারাত্মক ব্যাধি

ভারতের কোটি কোটি মানুষ রোজ যে সব টাকার নোটগুলো নিয়ে নাড়াচাড়া করেন, তা থেকে তাদের নানা মারাত্মক সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা ব্যক্ত করেছেন। দিল্লীর ইনস্টিটিউট অব জিনোমিকস এ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানীরা বলছেন, যে সব নোট পুরনো হয়ে গেছে বা দশ-বিশ-একশ’ রুপীর যে সব নোট বেশি চালু, সেগুলোই বেশি বিপজ্জনক বলে পরীক্ষায় দেখা গেছে। ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভারতের বাজারে চালু নোটগুলোর ডিএনএ পরীক্ষা করে তাতে অন্তত ৭৮ রকম বিপজ্জনক মাইক্রোবের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন, যা থেকে মারাত্মক সব রোগ ছড়াতে পারে। পাঁচ সদস্যের ওই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী ড. এস রামচন্দ্রন, তিনি বিবিসিকে জানিয়েছেন, এই নোটগুলো পরীক্ষা করে তারা যক্ষ্মা, ডিসেন্ট্রি বা আলসার ছড়াতে পারে এমন সব জীবাণুর সন্ধান পেয়েছেন। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×