ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ সম্রাটের

প্রকাশিত: ০৫:৫০, ১৬ আগস্ট ২০১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য দুঃখ  প্রকাশ সম্রাটের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭০ বছর পূর্তিতে যুদ্ধের সময় জাপানের আগ্রাসি ভূমিকার জন্য ‘ভুল স্বীকার করে গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির সম্রাট আকিহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় স্বীকার করে নিঃশর্ত আত্মসমর্পণের দিনটি উপলক্ষে শনিবার এক স্মরণ অনুষ্ঠানে তিনি এই অনুভূতি প্রকাশ করেন। খবর ওয়েবসাইটের। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভূমিকার জন্য শুক্রবার ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের পক্ষ থেকে নতুন করে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেননি। বরং বলেছেন, অতীতের ভুলের জন্য পরবর্তী প্রজন্ম ক্ষমা প্রার্থনা করতেই থাকবে এমন হওয়া উচিত নয়। আর নিজের ভাষণে ৮১ বছর বয়সী আকিহিতো বলেন, আমাদের অতীতে যুদ্ধের ভুলের জন্য মনের মধ্যে গভীর দুঃখ বয়ে বেড়াচ্ছি, আমি আন্তরিকভাবে আশা করছি আর কখনও যুদ্ধের ক্ষয়ক্ষতির পুনারাবৃত্তি হবে না। ৭০ বছর আগে ১৪ আগস্ট দিনটিতে আকিহিতোর বাবা তৎকালীন সম্রাট হিরোহিতো জাপানের পরাজয় স্বীকার করে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলেন। তিনি আরও বলেন, আমাদের জনগণকে সঙ্গে নিয়ে, ওই যুদ্ধের যুদ্ধক্ষেত্রে ও অন্যান্য স্থানে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের জন্য আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা প্রকাশ করছি এবং বিশ্বশান্তি ও আমাদের দেশের ক্রমাগত উন্নতির জন্য প্রার্থনা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ঘটনার জন্য জাপানের সঙ্গে চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এখনও তিক্ত হয়ে আছে।
×