ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ আগস্ট ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৫. মোরশেদ ও মোজাম্মেল দু’জনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সে অংশীদার নয়। ইমরান এক্ষেত্রে মৌনতা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরানকে কী ধরনের অংশীদার বলা যাবে? ক) ঘুমন্ত অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আচরণে অনুমিত অংশীদার ঘ) প্রতিবন্ধ অংশীদার ২৬. কোম্পানি সংগঠন সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলোÑ র. অধিক মূলধন, সীমিত দায় ও আইনগত অস্তিত্ব রর. অধিক উৎপাদন ও বিস্তৃত বাজার ররর. গণতান্ত্রিক প্রশাসন এবং ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. পাবলিক লি. কোম্পানি গঠনের কয়টি পর্যায় রয়েছে? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২৮. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়? ক) ১৯১৩ খ) ১৯৩২ গ) ১৯৮৪ ঘ) ১৯৯৪ ২৯. পেটেন্ট এর ফলে নিম্নোক্ত কোন পক্ষ সুবিধা পায়? র. উদ্ভাবক রর. আমদানিকারক ররর. ওঝঙ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও রররগ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩০. বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় যেভাবে সংঘটিত হতে পারে তা হলো- র. আইনসভার প্রণীত আইন মোতাবেক রর. রাষ্ট্রপতির বিশেষ আদেশবলে ররর. প্রধানমন্ত্রীর বিশেষ আদেশ দ্বারা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কোনটি? ক) পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ খ) পরিবেশ আদালত আইন-২০০০ গ) ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯ ঘ) পরিবেশ নীতি-১৯৯৯ ৩২. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? ক) একমালিকানা সংগঠনের খ) অংশীদারি সংগঠনের গ) যৌথ মূলধনী সংগঠনের ঘ) পাইকারি সংগঠনের ৩৩. জনাব রফিক একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়টি নিবন্ধন করতে চাইলে তার কোন ধরনের সহায়তার প্রয়োজন হবে? ক) সংরক্ষণমূলক খ) উদ্দীপনামূলক গ) সমর্থনমূলক ঘ) সহায়তামূলক ৩৪. একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? ক) ৫ জন খ) ৬ জন গ) ১২ জন ঘ) ১৫ জন ৩৫. একজন উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনগুলো? র. ঝুঁকি গ্রহণের মনোভাব রর. কাজ করার দৃঢ়তা ররর. পেশাগত অভিজ্ঞতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব দেখা দিলে করণীয় হলোÑ র. পরিমেল নিয়মাবলির পরিবর্তন করা রর. শেয়ারহোল্ডারদের কাছ থেকে মতামত সংগ্রহকরণ ররর. নিবন্ধকের দফতরে এ সম্পর্কে অবহিতকরণ নোটিস দেয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. সাপটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ৩৮. একমালিকানা ব্যবসায়ের গঠন করতে প্রয়োজন হয়- র. একক মালিক রর. ট্রেড লাইসেন্স ররর. চুক্তিপত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. ব্যবসায়ে মূল্যবোধ যে কারণে প্রয়োজনÑ র. সমাজের লাভের জন্য রর. ব্যবসায়ীর নিজেদের লাভের জন্য ররর. সুনাম বৃদ্ধির জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও রররগ) র ও ররর ঘ) র, রর ও ররর
×