ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবী আরেফিন শুভ

প্রকাশিত: ০৬:০০, ১৬ আগস্ট ২০১৫

স্বেচ্ছাসেবী আরেফিন শুভ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আরেফিন শুভ এবার স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিক্যাল লিংকের প্রচারদূত হিসেবে কাজ শুরু করেছেন। শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. জেনিফার ফারেলের সঙ্গে তিনি এ বিষয়ক একটি সমঝোতা স্মারকে সই করেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসক ফারেল বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ক্রিটিক্যাল লিংক সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে স্বেচ্ছাসেবী তৈরি করছে। আরেফিন শুভ সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে জানতে শুক্রবার সংগঠনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় ক্রিটিক্যাল লিংকের সঙ্গে তাঁর কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই বাঁচার অধিকার আছে। ভেবে দেখুন, আপনি বা আপনার কোন প্রিয়জন কোথাও সড়ক দুর্ঘটনায় আহত হলেন, তখন সেখানে এমন কেউ আছেন, যিনি জানেন, কিভাবে আহতকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। কিভাবে তাকে নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে হবে। এমনটা ঘটলে অবশ্যই আপনার ভাল লাগবে। শুভ বলেন, ক্রিটিক্যাল লিংক তার প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশে সেই স্বপ্নই বাস্তবায়ন করতে যাচ্ছে। আমিও এখানে তাদের অংশ হয়ে কাজ করছি। এখন থেকে আমরা একসঙ্গে মানুষের জীবন রক্ষায় কাজ করবো, মানুষের জন্য কিছু করতে পারবো। সবার আগে দুর্ঘটনা কবলিতদের পাশে দাড়াবো। এটাই সত্যিকার নায়ক হয়ে ওঠার উপায়।
×