ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় জরাজীর্ণ ব্রিজ ভেঙ্গে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২৮, ১৬ আগস্ট ২০১৫

পটিয়ায় জরাজীর্ণ ব্রিজ ভেঙ্গে পড়ার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা পটিয়া, ১৫ আগস্ট ॥ ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ চট্টগ্রামের পটিয়া উপজেলার সফর আলী মুন্সিরহাট ব্রিজ। যে কোন মুহূর্তে ভেঙ্গে হতাহতের আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না করায় মরণ ফাঁদে রূপ নিয়েছে। গত ২০ বছরে ব্রিজের কোন উন্নয়ন কাজ না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রিজের পূর্ব পাড়ে হাবিলাসন্দ্বীপ ও পশ্চিম পাড়ে রয়েছে কোলাগাঁও ইউনিয়ন পরিষদ। দুই ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকার হাজার হাজার লোক প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন। তাছাড়া কোলাগাঁও ইউনিয়নের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শিল্পসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানের যানবাহন সফর আলী মুন্সির হাট ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। এদিকে, সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে পাচুরিয়া-কোলাগাঁও সংযোগ সড়কে বড় বড় গর্তে পানি জমে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে সিলেটের বালি ও পাথরবাহী পিডিবির দু’টি বড় ট্রাক গর্তে পড়ে রাস্তার মাঝখানে আটকা পড়ে। ফলে সকাল থেকে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে। এই ব্রিজের কারণে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শিল্প ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ভারি মালামাল সড়কপথে নেয়া বন্ধ রয়েছে। তারা বিকল্প হিসেবে নৌপথ ব্যবহার করছে।
×