ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে গুলিবিদ্ধ শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৮, ১৬ আগস্ট ২০১৫

নীলফামারীতে  গুলিবিদ্ধ শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুর্বৃত্তের ছোড়া গুলিবিদ্ধ হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর অবশেষে পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন জলঢাকার গোলমুন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী বিএসসি শিক্ষক মাধবচন্দ্র রায় (৫০)। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেন গোলমুন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। গত ৯ আগস্ট মাধব চন্দ্র রায় জলঢাকা শহরের কালিবাড়ি মহল্লার বাড়ি থেকে একটি অটোতে স্কুল যাচ্ছিলেন। এ সময় একই অটোতে জলঢাকায় অপর অপরিচিত ৪ যুবক যাত্রী হিসেবে উঠেছিল। অটোটি যখন গোলমুন্ডার মমিনুরের ডাঙ্গায় পৌঁচ্ছে ঠিক তখন অটোতে বসে থাকা ওই চার যুবকের মধ্যে এক যুবক অটো থামিয়ে পিস্তল বের করে মাধবচন্দ্র রায়ের পেটে পরপর দুটি গুলি করে এবং মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছিল। এ ঘটনার পর দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে অপেক্ষমাণ দুই মোটরসাইকেলে উঠে ডালিয়া সড়ক ধরে পালিয়ে যায়।
×