ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেড লাইসেন্স ফি কমাতে চিটাগাং চেম্বারের অনুরোধ

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ আগস্ট ২০১৫

ট্রেড লাইসেন্স ফি কমাতে  চিটাগাং চেম্বারের  অনুরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ট্রেড লাইসেন্স ফি’র অস্বাভাবিক বৃদ্ধি হ্রাস করতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি মাহবুবুল আলম রবিবার প্রেরিত এক অনুরোধ পত্রে চট্টগ্রামসহ দেশের সকল সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি না করার আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন বরাবরে প্রেরিত পত্রে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ফি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন। পত্রে তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার জন্য ট্রেড লাইসেন্স ফি সম্প্রতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের বিধানমতে অত্যন্ত ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট হাউস পর্যন্ত সকল ব্যবসায়িক কার্যক্রমে ট্রেড লাইসেন্স গ্রহণ আবশ্যক। এই লাইসেন্স ফি এতদিন পর্যন্ত যৌক্তিকভাবে নির্ধারিত ছিল। ফলে সবাই আইন মেনে চলায় সরকারের প্রচুর রাজস্ব আয় হতো। পত্রে চেম্বার সভাপতি উল্লেখ করেন যে, সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যবসা প্রতিষ্ঠানসমূহের ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক ও অযৌক্তিক হারে বৃদ্ধির প্রেক্ষিতে সর্বস্তরের ব্যবসায়ী বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে।
×