ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৌরনদী পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ আগস্ট ২০১৫

গৌরনদী পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই জেলার গৌরনদী পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট রবিবার সকালে ঘোষণা করা হয়েছে। পৌরসভার হলরুমে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪৪ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে প্রস্তাবিত ব্যয় দেখানো হয়েছে ৪৪ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৫ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা। এছাড়া এবারই সর্বপ্রথম পৌর এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১ লাখ টাকা বরাদ্দ রেখে ঘোষিত বাজেটে কল্যাণ তহবিল গঠনের কথা উল্লেখ করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌ র মেয়র হারিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, কাছেমাবাদ দরবার শরীফের গদিনসীন পীর আফম অহিদ প্রমুখ।
×