ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সোস্যাল ইসলামী ব্যাংক গ্রাহক হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ আগস্ট ২০১৫

কুমিল্লায় সোস্যাল ইসলামী ব্যাংক গ্রাহক হয়রানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ সোস্যাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ ওঠেছে। ওই ব্যাংকের গ্রাহক ও মেসার্স উসরা এন্টারপ্রাইজের মালিক মোঃ সাইফুল ইসলাম গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর চকবাজারে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম অভিযোগ করেন, ২০১১ সালে সোস্যাল ইসলামী ব্যাংক লি. কুমিল্লা শাখা হতে এসএমই সিসি লোন নেয়ার সময় তার কাছ থেকে তৎকালীন ম্যানেজার অবৈধভাবে ৫০ হাজার টাকা নেয়। ওই সালের ২৬ সেপ্টেম্বর মেসার্স উসরা এন্টারপ্রাইজের মালিক হিসেবে তার নামে ৫ লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়। ঋণ গ্রহণের সময় ব্যাংক কর্তৃপক্ষ তার কাছ থেকে একটি খালি চেক (নং- ৪৫৩৯০৫৫) সিকিউরিটি হিসেবে নেয়। পরে তিনি নিয়মানুযায়ী সুদ পরিশোধ করে আসছিলেন। সাইফুল ইসলাম বলেন, ব্যাংক কর্তৃপক্ষ তাকে না জানিয়ে এবং কোন নোটিস প্রদান না করে ঋণের কিস্তি চলমান অবস্থায় অবৈধভাবে তার ঋণ হিসাবটি ক্লাসিফাইড (বন্ধ) করে তাকে ৪ লাখ ৫৯ হাজার ৩১৯ টাকার খেলাপী দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। তিনি জানান, উক্ত ঋণের টাকা জমা দেয়ার জন্য ওই ব্যাংকে গেলে জমাকৃত টাকা ঋণ হিসাবে সমন্বয় না করে তাকে না জানিয়ে ভিন্ন খাতে জমা প্রদান করা হয়। পরে ঋণ হিসাবের বকেয়া সমন্বয় করার জন্য ব্যালেন্স (স্থিতি) জানতে চাইলে তাকে তা জানানো হয়নি, পরে তার বিরুদ্ধে একটি চেক প্রত্যাখানের মামলা করা হয়। এতে তিনি হয়রানিসহ ব্যবসায়িক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন, স্থানীয় ব্যবসায়ী আলহাজ মোঃ সেলিম, আলহাজ মোঃ রফিকুল ইসলাম, আলহাজ মোঃ বেলাল হোসেন, আলমগীর মজুমদার, মোবারক হোসেন ও কামরুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে সোস্যাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোঃ মহিউদ্দিন জানান, আমরা ওই গ্রাহককে নোটিস দিয়েছিলাম, এরপর মামলা করেছি।
×