ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ঘন্টায় বিক্রেতা উধাও বিচ হ্যাচারীর

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ আগস্ট ২০১৫

দুই ঘন্টায় বিক্রেতা উধাও বিচ হ্যাচারীর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারী রবিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সংশ্লিষ্টদের মতে, সামনে শেয়ার দর আরও বাড়বে এমন আশায় রয়েছেন বিনিয়োগকারীরা। তাই এখনই হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। এতে শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেষ বিকেল পর্যন্ত বিচ হ্যাচারীর স্ক্রীনে সর্বশেষ ৫ লাখ ৮৯ হাজার ১৬০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২১ টাকা ৫০ পয়সা দরে। বৃহস্পতিবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×