ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্ন প্রকল্পের যাত্রা স্বাবলম্বী হবে আট হাজার নারী

প্রকাশিত: ০৬:০৫, ১৭ আগস্ট ২০১৫

স্বপ্ন প্রকল্পের যাত্রা স্বাবলম্বী হবে আট হাজার  নারী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার ৭২টি ইউনিয়নে দুস্থ মহিলাদের (বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত) স্থায়ী কর্মসংস্থানসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো স্বপ্ন প্রকল্প। ৭ হাজার ৭৭৬ দুস্থ মহিলা এ প্রকল্পের আওতায় স্বাবলম্বী হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি অগ্রসর ধারা এটি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ রোববার দুপুরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ থেকে সকল ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ‘স্বপ্ন’ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। “সমন্বিত প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সুযোগগুলো গ্রামীণ দরিদ্র মহিলা ও অসহায় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া এবং তাদের আকস্মিক বিপদাপন্নতা থেকে রক্ষা করা” এই প্রকল্পের প্রধান লক্ষ্য। ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আবদুুল মালেক মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেনÑ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ইউপি মেম্বার নুরুল আমিন, তমিজন বিবি, উপকারভোগী রুপভান বেগম, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক আহমেদুল কবির আখন্দ, স্বপ্ন প্রজেক্টের কো-অর্ডিনেটর কে এম সরকার প্রমুখ।
×