ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনসার নিয়োগে ভুয়া কাগজ তৈরির অভিযোগ

প্রকাশিত: ০৬:০৬, ১৭ আগস্ট ২০১৫

আনসার নিয়োগে ভুয়া কাগজ তৈরির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৬ আগস্ট ॥ লোকবল সঙ্কটকে পুঁজি করে আনসার নিয়োগে ভুয়া ও জাল কাগজ তৈরির অভিযোগ উঠেছে আনসার ভিডিপির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে। নিয়মবহির্ভূতভাবে তাদের পরিচালিত এ কর্মকাণ্ডে ক্রমশই দুর্নীতির বেড়াজালে বন্দী হয়ে পড়েছে চট্টগ্রামের আওতাধীন সীতাকুণ্ডের আনসার ভিডিপির কার্যালয়। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ বাহিনীর চাকরি সহজলভ্য হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ অর্থ উপার্জনে মেতে উঠেছে প্রতিষ্ঠানের বেশকিছু উর্ধতন কর্মকর্তা। এছাড়াও অর্থের বিনিময়ে এ চক্রটি রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সীতাকু- উপজেলার আনসার ভিডিপি অফিসার খুরশিদ আলম, পিসি দেলোয়ার ও পিসি আকবরের সঙ্গে যোগসাজশ করে জাল কাগজে অবৈধভাবে ৫০০ আনসার সদস্য নিয়োগ দেয়। এককালীন ও মাসোহারার শর্তে নিযোগকৃতদের চাকরির ব্যবস্থা করেন চট্টগ্রাম ও সীতাকু-ের বিভিন্ন প্রতিষ্ঠানে। এছাড়াও অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া এসব আনসার সদস্যের অধিকাংশের গোপন সম্পর্ক রয়েছে জঙ্গীদের সঙ্গে। তাদের মাধ্যমে গোপনীয় তথ্য ফাঁস হওয়ায় প্রশাসনের নজর থেকে সহজেই নিষ্কৃতি পেয়ে যাচ্ছে অপরাধীরা। পোশাকের আড়ালে তাদের এ গুপ্তচরবৃত্তিতে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি আস্থার সঙ্কট তৈরি হচ্ছে প্রশাসন ও রাজনৈতিক মহলে। আনসার বাহিনীর তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের বিষয়ে অবগত হয়ে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা সংস্থা। অনুসন্ধানে জানা যায়, দুর্যোগ সঙ্কটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ স্বেচ্ছাসেবী বাহিনীর ১১ ভুয়া আনসার সদস্য চলতি বছরের আগস্টে সীতাকু-ে কবির স্টিল নামক একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ধরা পড়েন। বিষয়টি জানাজানির পর রাতের আঁধারে কর্মস্থল থেকে পালিয়ে যায় ভুয়া সার্টিফিকেটধারী আনসার সদস্যরা। এছাড়াও পিডিপি বাড়বকু- কার্যালয়ে ভুয়া সনদে ১০ জন আনসার সদস্য নিয়োগের বিষয়টি জানাজানি হলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকায় এখনও বহাল তবিয়তে রয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক আনসার ভিডিপির কয়েক সদস্য বলেন, সীতাকু- উপজেলাজুড়ে গড়ে ওঠা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা রক্ষার্থে জনবল সঙ্কটের কারণে এসব প্রতিষ্ঠান নিজ অর্থায়নে আনসার ভিডিপির সদস্যদের নিয়োগের মাধ্যমে গ্রহণ করছে নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু উপজেলার লোকবল সঙ্কটের এ পুঁজিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পিসি আকবর, পিসি দেলোয়ারের নেতৃত্বে অবৈধ নিয়োগ বাণিজ্য মেতে ওঠেন সীতাকু- উপজেলার আনসার অফিসার খুরশিদ আলম। এ বিষয়ে সীতাকু- উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অবৈধ নিয়োগের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।
×