ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

প্রকাশিত: ০৬:১০, ১৭ আগস্ট ২০১৫

মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, দেশ এবং জনগণের স্বার্থে নিম্ন আদালতে দীর্ঘদিন পড়ে থাকা মামলাগুলো বিচক্ষণতা এবং দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নিম্ন আদালতের বিচারকদের যতœশীল ও দায়িত্ববান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শনিবার রাতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের নিয়ে সার্কিট হাউসে আয়োজিত বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন। রবিবার তিনি রাজশাহীর বিভিন্ন আদালত পরিদর্শন করেন। রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমের সভাপতিত্বে আয়োজিত কনফরেন্সে রাজশাহী এ্যাডভোকেট বার সমিতির সভাপতি নাজমুস সাদাত, পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার মোঃ সামশুদ্দিন, পুলিশ সুপার নিসারুল আরিফ, সিভিল সার্জন আব্দুস সোবহান, র‌্যাব-৫ রাজশাহীর সিও লে. কর্নেল মাহামুদ, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কেএম ফেরদৌস বক্তব্য দেন।
×