ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১০, ১৭ আগস্ট ২০১৫

খুলনায় ট্রেড লাইসেন্স ফি  বৃদ্ধির প্রতিবাদে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করার প্রতিবাদে রবিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছেন সর্বস্তরের ব্যবসায়ী। মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপ এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ওপর ৫৯০ শতাংশ ফি বৃদ্ধি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সমাবেশে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ২৬ আগস্ট কেসিসি ঘেরাও ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, খুলনা চেম্বারের সহ-সভাপতি গোপী কিষাণ মুন্ধরা, পরিচালক শেখ আসাদুর রহমান, মফিদুল ইসলাম টুটুল, হাফিজুল ইসলাম চন্দন, নৌ-পরিবহন মালিক গ্রুপের আবদুল গফ্ফার, এসএম আকবর হোসেন, নুরুল ইসলাম খান কালু, ক্যাবল ওনার এ্যাসোসিয়েশনের ফকির সাইফুল ইসলাম, খুলনা শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ হাসান, হার্ডওয়ার মার্কেট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান, শহীদ সোহ্রাওয়ার্দী মার্কেটের সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার, জুয়েলারী মালিক সমিতির নিমাই ভৌমিক, অশোক আঢ্য প্রমুখ।
×