ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবেক আইএসআই প্রধান হামিদ গুলের ইন্তেকাল

প্রকাশিত: ০৬:১৪, ১৭ আগস্ট ২০১৫

সাবেক আইএসআই  প্রধান হামিদ গুলের ইন্তেকাল

পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান হামিদ গুল ৭৯ বছর বয়সে মারা গেছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে তার কট্টরপন্থী ইসলামিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত জেনারেল গুল ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আইএসআই-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, জানিয়েছে বিবিসি। গুল ছিলেন তার প্রজন্মের পাকিস্তানী সামরিক নেতাদের মধ্য অন্যতম বাগ্মি কর্মকর্তা। শনিবার রাজধানী ইসলামাবাদের উত্তরপূর্বের মুরি শহরে মস্তিষ্কে রক্তক্ষরণে অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু হয়। তিনি আফগানিস্তানে ও ভারতীয় কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী লড়াইয়ের সমর্থক ছিলেন। সমালোচকরা তাকে ষড়যন্ত্র বাস্তবায়নে গুজব ছড়ানোর বিশারদ বলে মনে করতেন। কিন্তু সমর্থকরা তাকে সত্যিকার দেশপ্রেমিক ও খাঁটি মুসলমান বলে বলে করেন। ১৯৯২ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ভারতকে প্রকাশ্যে দায়ি করে বিবৃতি দেয়ার মাধ্যমে তিনি প্রায়ই বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেন।
×