ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে বিস্ফোরণে মৃত বেড়ে ১১২ বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ০৬:১৫, ১৭ আগস্ট ২০১৫

চীনে বিস্ফোরণে মৃত বেড়ে ১১২ বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার  আশঙ্কা

চীনের তিয়ানজিয়ানে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সাত শতাধিক মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে ৫৮ জনের অবস্থা গুরুতর। দেশটির কর্মকর্তারা রবিবার এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বাতাসের গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাস্থল থেকে অতিমাত্রায় বিষাক্ত রাসায়নিক পদার্থ সোডিয়াম সায়ানাইড ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ওই উপাদান পাওয়ার পরিপ্রেক্ষিতে আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি বিদ্যালয়ে আশ্রয় নেয়া লোকজনকেও সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিয়ানজিনে গত বুধবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা- ঘটে। সরকারী কর্মকর্তারা বলছেন, ওই বিস্ফোরণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬ হাজার মানুষ বাড়িছাড়া। নিহতদের মধ্যে ২৪ জনের লাশ শনাক্ত করা গেছে। ৮৮ জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন দমকল বাহিনীর কর্মী। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে তারা মারা যান। আহত ৭২১ জনের মধ্যে ৫৮ জনের অবস্থা গুরুতর। তিয়ানজিয়ানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির সারি।
×