ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দামেস্কের কাছে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০

প্রকাশিত: ০৪:১১, ১৮ আগস্ট ২০১৫

দামেস্কের কাছে বিমান  হামলায় নিহতের  সংখ্যা বেড়ে ১১০

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর-পূর্বের একটি বাজার এলাকায় সোমবার সকালে সরকারী বাহিনীর চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০০ জন। ব্রিটিশভিত্তিত মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, দামেস্কের ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুমার একটি বাজার এলাকায় অন্তত ১০বার এ বিমান হামলা হয়। খবর আল জাজিরা ও এএফপির। সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, বিমান বাহিনী দুমা এবং কাছাকাছি হারাসতায় বিমান হামলা চালিয়েছে। অবজারভেটরি বলেছে. অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর জঙ্গীবিমানগুলো আবারও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, মাটিতে বহু মৃতদেহ পড়ে আছে। এর কতকগুলো সাদা কাপড়ে ঢাকা। আরেকটি ভিডিওতে উদ্ধারকর্মীদের রক্তমাখা একটি রাস্তা দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। দুটো ভিডিওই রবিবার করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার এক নাগরিক প্রতিরক্ষা কর্মকর্তা। সরকারী বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে নিয়মিতই দুমা ও আশপাশের এলাকাগুলোতে বিমান হামলাসহ হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলা চালাচ্ছে। শত শত বেসামরিক নাগরিকের সঙ্গে বিরোধীদলীয় যোদ্ধারাও মারা পড়ছে। ওষুধেই সাদা চুল কালো চুলের রং পরিবর্তনকে অক্সিডেটিভ স্ট্রেস বলা হয়। ব্রিটেনের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারিন শেলারয়টার ও তার দল দেহের এ প্রক্রিয়া ঠেকানোর ওষুধ বের করেছেন। তারা দাবি করেছেন, এই ওষুধ খেলে সাদা চুলের রং ফিরিয়ে আনা সম্ভব। শ্বেতী রোগীদের এই ওষুধ দেয়ার পর তাদের ত্বক ও পাপড়ির স্বাভাবিক রং ফিরেছে।- ওয়েবসাইট পানযোগ্য বই! বইটি পড়াও যাবে, আবার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে হবে ব্যাকটেরিয়া মুক্ত। এর পৃষ্ঠাতেই ইংরেজী ও স্থানীয় ভাষায় রয়েছে ব্যবহারবিধি এবং এর প্রথম মাঠ পরীক্ষণ সফল হয়েছে। পৃষ্ঠাগুলোতে থাকা রুপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ পানির ব্যাকটেরিয়া মেরে ফেলে। পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দূষিত উৎসের পানিতে এই বইয়ের পৃষ্ঠা ব্যবহার করে দেখা গেছে পানি থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূর হয়েছে। যুক্তরাষ্ট্রের বস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫০তম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়। -বিবিসি
×