ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবিত মানুষের ময়নাতদন্ত!

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ আগস্ট ২০১৫

জীবিত মানুষের ময়নাতদন্ত!

মানুষ মারা গেলে ময়নাতদন্ত করা হয়। কিন্তু তাই বলে জীবিত মানুষের ময়নাতদন্ত! এটা অকল্পনীয় হলেও এমনটাই হয়েছে ভারতের ঝাড়খন্ডে। জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে হাসপাতালের মর্গে অন্য লাশের সঙ্গে রাখা হয়েছিল কয়েকঘণ্টা। এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়ে ডাক্তাররা যেই কাটাছেঁড়া শুরু করে অন্য লাশের মতো, তখনই তারা বুঝতে পারেন ব্যক্তিটি মৃত নয়। জীবিত মানুষের ময়নাতদন্ত করছে তারা। ঐ ব্যক্তি হলেন ঝাড়খন্ডের বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলের কর্মী প্রকাশ রেড্ডি। তিনি দেওঘরের বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন পুজো দিতে। কিন্তু মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন মৃতদেহের সঙ্গেই। সবাই ভেবেছিল মারা গেছে। তাই তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল হাসপাতাল মর্গে। এরপর ময়নাতদন্তের সময় বেঁচে থাকার বিষয়ে বুঝতে পারেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিশ্চিত হতে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। তারাও জানান, প্রকাশ বেঁচে আছেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে পাঠিয়ে দেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। আশঙ্কাজনক অবস্থায় সেখানকার দেওঘরের হাসপাতালের বিছানায় বেশ কয়েকদিন কাটে প্রকাশের। অবস্থার কিছুটা উন্নতির পর তাকে নেয়া হয় ব্যান্ডেলের ইএসআই হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন আছেন প্রকাশ। -ওয়েবসাইট
×