ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ ১৯ ফুটবল

শিরোপার লক্ষ্য নিয়ে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ আগস্ট ২০১৫

শিরোপার লক্ষ্য নিয়ে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ অল নেপাল ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২০-২৯ আগস্ট পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফ অনুর্ধ ১৯ চ্যাম্পিয়নশিপ’ ফুটবলের আসর। এতে অংশ নেবে সাফ অঞ্চলের ছয় দেশ। খেলা হবে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ এবং ভুটান। আর ‘বি’ গ্রুপে আছে মালদ্বীপ, ভারত ও আফগানিস্তান। ২০ আগস্ট বাংলাদেশ সময় বিকেল পোনে ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল বনাম ভুটান। বাংলাদেশের প্রথম ম্যাচ একই সময়ে ভুটানের বিপক্ষে, ২২ আগস্ট। স্বাগতিক নেপালের বিপক্ষে একই সময়ে ‘বেঙ্গল টাইগার্স’ দলের যুবারা মুখোমুখি হবে ২৪ আগস্ট। খেলা হবে আনফা অথবা আর্মি স্টেডিয়ামে। এখনও চূড়ান্ত হয়নি কোন ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে কোন সেমিফাইনাল ম্যাচ হবে না। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উন্নীত হবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে ২৭ আগস্ট দুপুর সোয়া ১২টায়। একইদিন বিকেল পোনে ৪টায় হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২৯ আগস্ট বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মঙ্গলবার বেলা ১১টায় বিমানযোগে নেপাল রওনা হবে বাংলাদেশ অনুর্ধ ১৯ জাতীয় ফুটবল দল। এ উপলক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফফে) ভবনের কনফারেন্স রুমে। এতে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহ-সভাপতি তাবিথ আউয়াল, অনুর্ধ ১৯ দলের কোচ সাইফুল বারী টিটু, সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, ম্যানেজার আ ন ম আমিনুল হক ও অধিনায়ক মাসুক মিয়া জনি। সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ‘কাল (মঙ্গলবার) নেপাল যাচ্ছে আমাদের অনুর্ধ ১৯ দল। অনেকদিন পর একটা সজীব ও তরতাজা নতুন দল খেলতে যাচ্ছে। অচিরেই এ দল থেকে অনেকেই জাতীয়-সিনিয়র দলে নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নেবে বলে বিশ্বাস করি। টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী গ্রুপে এক ম্যাচ জিতলেই আমরা সেমিফাইনালে যেতে পারব। এই দলে আছে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা নয় ফুটবলার। তবে জাতীয় দলের কোন ফুটবলার নেই।’ কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বিভিন্ন ধাপে বাছাই করে আমরা এই দলটা গঠন করেছি। এই দলে প্রিমিয়ার লীগের নয় ফুটবলারের মধ্যে টুর্নামেন্ট চলাকালে প্রথম একাদশে আট জনকেই খেলানোর আশা করি। এই দলে আছে বিকেএসপি এবং বাফুফে ফুটবল একাডেমির অন্য ফুটবলার। গত ৬ জুলাই থেকে দলটাকে নিয়ে প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু করি। মাঝে মাঝে বিরূপ আবহাওয়া থাকায়, লীগের খেলা থাকায় এবং পর্যাপ্ত অনুশীলন ম্যাচ না খেলায় আমাদের ক্যাম্প বিঘিœত হয়েছে। তারপরও আমি আশাবাদী আমাদের দল ভাল ফল করবে।’ টিটু আরও জানান, এ পর্যন্ত অনুর্ধ ১৯ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেডের রিজার্ভ বেঞ্চের সঙ্গে (এই দলে আবাহনীর দুজন বিদেশী ফুটবলারও খেলেন)। সিলেটে চলমান সাফ অনুর্ধ ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ বিসয়টিকে নিজেদের জন্য ‘প্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেন টিটু। এবং সেই সঙ্গে এও যোগ করেন, ‘আমরা মোটেও ভাল ফলের জন্য কোন বাড়তি কোন চাপ অনুভব করছি না। আমার দলের শক্তিমত্তা হচ্ছে মিডফিল্ডে। নেপালে টার্ফ বা ঘাসের মাঠে কিসে খেলা হবে, সেটা এখনও আমরা জানি না। কাজেই দলকে টার্ফ এবং ঘাসের মাঠÑ এই দুই ধরনের কন্ডিশনেই অনুশীলন করিয়েছি।’ ম্যাচ বাই ম্যাচ নিয়ে টুর্নামেন্টে এগুতে চান টিটু। এ প্রসঙ্গে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। সব প্রতিপক্ষকেই সমীহ করছি। তবে আমাদের লক্ষ্য সাফে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করা।’ দলের ম্যানেজার আ ন ম আমিনুল হক বলেন, ‘আমরা চাই চ্যাম্পিয়ন হতে। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।’ সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘তিন বছর ধরে ক্লাব পর্যায়ে কোচিং করার পর এবারই প্রথম বয়সভিত্তিক কোন জাতীয় দলে কাজ করার সুযোগ পেয়েছি। এ জন্য খুবই আনন্দিত। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই টিটু ভাইকে। কোচিং করানোর সব অভিজ্ঞতা এখন কাজে লাগাতে চাই জাতীয় অনুর্ধ ১৯ দলে। আমাদের আগে খেলা হবে নেপাল বনাম ভুটানের। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই ম্যাচটি আমরা দেখার সুযোগ পাব এবং দল দুটির খেলা সম্পর্কে ভালভাবে ধারণা নিতে পারব। তারপর সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে আমরা তাদের মোকাবেলা করব। অনুশীলনে এবং প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যেসব ভুল করেছি, সেগুলো শুধরে নিয়ে ম্যাচে ঠিকমতো খেলতে পারলে নিশ্চয়ই আমরা জয়ী হব।’ অধিনায়ক-মিডফিল্ডার মাসুক মিয়া জনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে খেলেন। তিনি বলেন, ‘আশা করি আমরা ভাল খেলব এবং চ্যাম্পিয়ন হতে পারব। যদিও লীগে ক্লাবের হয়ে ম্যাচ খেলায় এই দলের অনুশীলনে খুব বেশি হাজির থাকতে পারিনি, তবুও আশা করি তাতে কোন সমস্যা হবে না।’
×