ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্যামাইকার ক্যাম্পে থাকছেন না বোল্ট

প্রকাশিত: ০৬:৪০, ১৮ আগস্ট ২০১৫

জ্যামাইকার ক্যাম্পে থাকছেন না বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র চারদিন পরই শুরু হবে এ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপস। এবার চীনের বেজিংয়ে অনুষ্ঠিত হবে আসরটি। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাথলেটরা এখন ব্যস্ত নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে। গত কয়েক বছর ধরে স্প্রিন্ট ইভেন্টে একাধিপত্য জ্যামাইকার। এবারও সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ তাদের। সে জন্য জাপানে অনুশীলন ক্যাম্প করছে তারা। তবে সেখানে জ্যামাইকার অন্যতম ভরসা বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট থাকছেন না। এমনটাই জানিয়েছে দেশটির এ্যাথলেটিক্স ফেডারেশন। ইতোমধ্যেই ৫৩ জনের বিশাল দল ঘোষণা করেছে জ্যামাইকা। এর মধ্যে ১৪ এ্যাথলেট আছেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের। আগেভাগেই তারা জাপানে চলে গেছেন অনুশীলন ক্যাম্পে অংশ নিতে। অবশ্য ডাবল অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন শেলী এ্যান ফ্রেজার-প্রাইস ভিসা জটিলতায় আসতে পারেননি। তিনি আজ যোগ দিচ্ছেন অনুশীলনে। আর বোল্ট পুরোপুরিই থাকছেন অনুপস্থিত। এ বিষয়ে দলের ম্যানেজার লুডলো ওয়াটস বলেন, ‘তিনিই একমাত্র ব্যক্তি যে ক্যাম্পে নেই। কারণ সবাই জানেন তিনি বেশকিছু পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তাকে আবার প্রস্তুতিও নিতে হচ্ছে। তারও আসা উচিত ছিল জাপানে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয় তার আসাটা উচিত হবে না। কারণ মাত্র দু’দিন পরই জাপান থেকে বেজিংয়ে রওনা হবে। এই স্বল্প সময়ের জন্য বোল্টকে না পাঠানোর চিন্তা করা হয়েছে। এ কারণে আমরা মনে করেছি তার সরাসরি প্রতিযোগিতার ভেন্যুতেই যাওয়া ভাল হবে।’ বোল্ট অনুশীলন ক্যাম্পে নেই। সেটা দেশটির ফেডারেশনের সিদ্ধান্ত। কিন্তু জ্যামাইকার জন্য বড় দুঃসংবাদ হচ্ছে কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী কেমার বেইলি-কোল বিশ্বচ্যাম্পিয়নশিপসেই থাকতে পারছেন না। কারণ তার হ্যামস্ট্রিংয়ের শিরা ছিঁড়ে গেছে। ২৩ বছর বয়সী এ তারকা তার ফেসবুক পেজেই জানিয়ে দিয়েছেন তিনি এবারের মতো এখানেই মৌসুমের ইতি টানছেন। বেইলি-কোলের জায়গায় অবশ্য আরেক পরিচিত মুখকেই পাবে জ্যামাইকা। সুযোগ পেয়েছেন নেস্তা কার্টার। ওয়াটস এ বিষয়ে বলেন, ‘টেকনিক্যাল টিম এটা নির্ধারণ করেছে।’ জ্যামাইকার ট্রায়ালে নেস্তা কার্টার চতুর্থ অবস্থানে থেকে শেষ করেছিলেন। ২০১৩ সালে মস্কোয় অনুষ্ঠিত বিশ্ব আসরে তিনি ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। ওয়াটস দাবি করেন, ‘এখনও আমরা অনেক ভাল একটি দল। আশা করছি সবকিছুই ভালভাবে শেষ করা সম্ভব হবে। আমাদের অনেক বিকল্প আছে এ কারণে যে ২০০ মিটারে কয়েকজন এ্যাথলেট আছেন তাদের যে কেউ সহজে রিলেতে অংশ নিতে পারবেন। সবমিলিয়ে অন্তত তিনজন আছেন যাদের যোগ্যতা আছে বেইলি-কোলের পরিবর্তে ৪ী১০০ মিটার রিলেতে অংশ নেয়ার।’
×