ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে অবশেষে সংখ্যালঘু সমস্যা নিরসনের উদ্যোগ

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ আগস্ট ২০১৫

পার্বতীপুরে অবশেষে সংখ্যালঘু সমস্যা নিরসনের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৭ আগস্ট ॥ পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে পাশাপাশি দুই গ্রাম, রঘুনাথপুর ঘাটপাড়া ও ডাঙ্গাপাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন। তিনি এখানে সমাবেশে বলেছেন, হিন্দু, মুসলমানসহ অন্যান্য জাতি- ধর্মাবলম্বী মানুষ অসম্প্রদায়িক বাংলাদেশে সমান অধিকার নিয়ে বসবাস করে। বাইরের উস্কানিতে যাতে এই সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি গ্রাম দুটি পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জমি নিয়ে সংঘর্ষ ও সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নিকা-ের প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেন। শেষে গ্রামবাসীর সম্মতিক্রমে আপোস মীমাংসায় সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দায়িত্ব দেন। তারা নিরপেক্ষ কমিটি গঠন করে আপোস ফর্মুলা তৈরির পর মন্ত্রী মীমাংসার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুই ট্রাস্টি স্বপন কুমার রায়, রতিশ কুমার ভৌমিক, দিনাজপুরের পূজা উদযাপন কমিটির সভাপতি শচিন্দ্রনাথ শাহাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ । গত ঈদ-উল-ফিতরের দিন রাতে সংখ্যালঘু গ্রাম ঘাটপাড়ায় অগ্নিকা-, তার আগের দিনে জমির দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। ঘাটপাড়ার সংখ্যালঘুদের নিরাপত্তায় ঘটনার পর থেকে এখন পর্যন্ত সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। নীলফামারীর পৌর এলাকার বেহাল সড়ক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর ডোমার পৌর এলাকার রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এক দিকে খানাখন্দক, অন্য দিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করছে। জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে কাঁদা মাটিতে একাকার হয়ে জনসাধারণের চলাচল বিঘিœত হচ্ছে। বিশেষ করে স্কুল যাতায়াতে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত দুই দিনের বৃষ্টির জমে থাকা পানি যেন ডোমার পৌরশহরকে ডোবা আর খাল বিলে পরিণত করছে।
×