ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে মুন্নু সিরামিকের

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ আগস্ট ২০১৫

অকারণে দর বাড়ছে মুন্নু সিরামিকের

সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১১ কার্যদিবসের মাত্র ৪ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৩১ টাকা থেকে বেড়ে হয় ৩৭ টাকা ৪০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৬ টাকা ৪০ পয়সা বা ২০ দশমিক ৬৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার তিন শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ঢাকা ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংক ৩০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য সেকেন্ড সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মূলধন বাড়ানোর লক্ষ্যে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগকারী এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে বন্ড ইস্যু করতে পারবে। এছাড়া বন্ড ইস্যুতে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। এছাড়া ইজিএমের তারিখ, সময় ও ভেন্যু পরবর্তীতে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×