ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসা বাড়াতে ৫০০ কোটি টাকা লগ্নি বাড়াচ্ছে ব্রিটানিয়া

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ আগস্ট ২০১৫

ব্যবসা বাড়াতে ৫০০ কোটি টাকা লগ্নি বাড়াচ্ছে ব্রিটানিয়া

আগামী তিন বছরে ভারতের সমস্ত জেলায় বিপণন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এ কথা জানিয়েছেন বিস্কুট সংস্থাটির এমডি বরুণ বেরি। ব্যবসা বাড়াতে সংস্থা মোট ৫০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে। তার অঙ্গ হিসেবেই তামিলনাড়– ও বেঙ্গালুরুতে ২৫০ কোটি টাকায় নতুন দু’টি কারখানাও চালু করছে তারা। পাশাপাশি, সংস্থার লক্ষ্য সারা ভারতে ৪০ লাখ দোকান খোলা। সেগুলোর বেশকিছু ফ্র্যানচাইজি ভিত্তিতেও খোলা হবে। বেরি জানান, বছরে ৮০ হাজার টন অতিরিক্ত বিস্কুট তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। এখন বছরে ৮ লাখ টন বিস্কুট তৈরি করে তারা। -অর্থনৈতিক রিপোর্টার আরও একটি ছোট গাড়ি আনছে মহিন্দ্রা আরও একটি ছোট ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ বাজারে আনছে ভারতীয় গাড়ি উৎপাদন সংস্থা মহীন্দ্রা। ওই গাড়িটির নাম হবে ‘টিইউভি ৩ ডাবল ও’। সেপ্টেম্বরে বাজারে গাড়িটি আসার কথা। ভারতে এসইউভি’র বাজারে বড়সড় দখল রয়েছে মহীন্দ্রার। বছর তিনেক আগে আরও একটি ছোট গাড়ি ‘কোয়ান্টো’ আনলেও সেভাবে সাড়া ফেলতে পারেনি সেটি। এবার তাদের বাজি ‘টিইউভি ৩ ডাবল ও’। সংস্থা জানিয়েছে, এটির দৈর্ঘ্য চার মিটারের চেয়ে ছোট হবে। মহীন্দ্রার এক্সিকিউটিভ ডিরেক্টর পবন গোয়েনকার দাবি, এসইউভি’র বাজারে তাঁদের উপস্থিতি আরও জোরদার করবে নতুন এই গাড়িটি। সংস্থার প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ (অটোমোটিভ) প্রবীণ শাহ জানিয়েছেন, এসইউভি’র জন্য নতুন প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে এই গাড়ি। -অর্থনৈতিক রিপোর্টার
×