ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইকাও প্রতিনিধিদলের শাহজালাল বিমানবন্দর পরিদর্শন

প্রকাশিত: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০১৫

ইকাও প্রতিনিধিদলের  শাহজালাল  বিমানবন্দর পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ আকাশ যাত্রীরা যাতে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগের শিকার না হয় সেজন্য সচেতন করতে ঢাকা পরিদর্শন করে গেছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ইকাও-এর একটি দল। প্রতিনিধিদলের সদস্যরা শাহজালাল বিমানবন্দর পরিদর্শনের পর এক সেমিনারেরও আয়োজন করে। সিভিল এ্যাভিয়েশনের আমন্ত্রণে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে আসে। এ জন্য বিমানবন্দরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। এছাড়া প্রতিনিধিদলের প্রধান ডাঃ জার্নেইল সিংসহ সিভিল এ্যাভিয়েশন, স¦াস্থ্য অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিমানবন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ইকাও এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বলেন, ভাইরাসজনিত রোগ আকাশ পরিবহনের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এজন্য এ সব রোগ প্রতিরোধকল্পে করণীয় পদক্ষেপ নিতে হবে।
×