ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ আগস্ট ২০১৫

এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিন অর্থবছর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সদ্য বিদায়ী অর্থবছর (২০১৪Ñ১৫) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ সূত্র জানায়, গেল অর্থবছরে অতিরিক্ত আদায় হয়েছে ১ হাজার ৬৯৫ কোটি ৯৮ লাখ টাকা। সূত্র জানায়, বিদায়ী অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়, ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। পরে রাজনৈতিক অস্থিরতায় লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬৯২ কোটি কমিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে জুন, ২০১৫ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭২৩ কোটি ৯৮ লাখ টাকা; যা অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৬৯৫ কোটি ৯৮ লাখ টাকা বেশি। বিদায়ী অর্থবছর রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১৩ দশমিক ১৬ শতাংশ। তবে এর আগে ২০১১Ñ১২, ২০১২Ñ১৩, ২০১৩Ñ১৪ অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রাষ্ট্রীয় এ সংস্থাটি। সূত্র জানায়, আয়কর, ভ্রমণকর ও অন্য খাতে ৪৯ হাজার ২৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৩৯৩ কোটি ১১ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ১২৯ কোটি অতিরিক্ত। এ খাতে রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ। মূসক (ভ্যাট) খাতে ৪৮ হাজার ২৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৪৮ হাজার ৯৯৮ কোটি ৩৯ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩৪ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত। এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক শূন্য ৬ শতাংশ। আমদানি-রফতানি শুল্ক ৩৭ হাজার ৫শ’ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৩৮ হাজার ৩৩২ কোটি টাকা ৪৮ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩২ কোটি ৪৮ লাখ টাকা অতিরিক্ত। এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ। আইবিসিএফের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এক্সিম ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের উদ্যোক্তা পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান বদিউর রহমান নির্বাচিত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস্্ (বিএবি)-এর সভাকক্ষে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৪৬তম সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
×