ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউনিনরের সঙ্গে হুয়াইয়ের সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৪:৩৬, ১৯ আগস্ট ২০১৫

ইউনিনরের সঙ্গে হুয়াইয়ের সমঝোতা স্মারক সই

নরওয়েভিত্তিক টেলিনর গ্রুপের অধীন ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনরের সঙ্গে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াইয়ের সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে ১২শ’ কোটি রুপির চুক্তি সই হয়েছে বলে জানানো হয় ভারতীয় সংবাদ মাধ্যমে। এই চুক্তির ফলে হুয়াই এখন থেকে ইউনিনরের টেলিকম নেটওয়ার্কে কাজ করবে। এই নেটওয়ার্কের আওতায় প্রতিষ্ঠানের মোট ছয়টি সার্কেল রয়েছে যার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে ২জি নেটওয়ার্ক। তথ্য মতে, সার্কেল ছয়টি হচ্ছে দেশটির উত্তর প্রদেশ (পশ্চিম), উত্তর প্রদেশ (পূর্ব), গুজরাট, মহারাষ্ট্র, বিহার এবং ঝড়খ-। যেখানে ইউনিনরের প্রায় ২৪ হাজার মূল স্টেশন রয়েছে যার মধ্যে এ বছরে ৫ হাজার সাইটের আধুনিকায়ন হবে। আর অবশিষ্ট ১৯ হাজার সাইটের আধুনিকায়ন কার্যক্রম শুরু হবে আগামী বছর। -অর্থনৈতিক রিপোর্টার আমদানি বিকল্প ফসল চাষে ঋণ বিতরণ কমছে আমদানি বিকল্প ফসল চাষে রেয়াতি সুদহারে ঋণ বিতরণের ক্ষেত্রে চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ব্যাংকগুলো। বিদায়ী (২০১৪Ñ১৫) অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় মসলা চাষে রেয়াতি সুদহারে বাণিজ্যিক ব্যাংকগুলো ৮২ দশমিক ২৪ শতাংশ ঋণ বিতরণ করেছে। এ সময়ে ব্যাংকগুলো মোট ৭৮ কোটি ৫১ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি অর্থবছরে ব্যাংকগুলো ৯৫ কোটি ৪৬ লাখ টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছর মসলা চাষে ব্যাংকগুলোর পক্ষ থেকে মাত্র ৭৮ কোটি ৫১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় ২ কোটি ১৫ লাখ টাকা কম। আগের অর্থবছরে এ খাতে ৯০ কোটি ৯৩ লাখ টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিতরণ হয়েছিল ৮০ কোটি ৬৬ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×