ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিডনি রোগীর চিকিৎসাসেবা আরও বাড়াতে হবে ॥ ভিসি কামরুল

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ আগস্ট ২০১৫

কিডনি রোগীর চিকিৎসাসেবা আরও বাড়াতে হবে ॥ ভিসি কামরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে কিডনি রোগীর চিকিৎসাসেবার ক্ষেত্র আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, দেশের চিকিৎসা ও মেডিক্যাল শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। দেশেই কিডনিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে। এ বিষয়টি দেশের সাধারণ মানুষের অনেকেই জানে না। তা প্রচার করে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। চিকিৎসা সেক্টরের ব্যবস্থাপনায় একটু দুর্বলতা রয়েছে। সম্মিলিত উদ্যোগে তা দূর করা সম্ভব। মঙ্গলবার কিডনি ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ কথা বলেন। রাজধানীর মিরপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে মঙ্গলবার দু’দিনের এই সম্মেলন ও সেমিনার শুরু হয়েছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিএসএমএমইউতে শোকের ১৭তম দিবসে মোমবাতি প্রজ্বলন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪০ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর অংশ হিসেবে শোকের মাস আগস্টের ১৭তম দিন ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে ও পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফার তত্ত্বাবধানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ৪০টি মোমবাতি প্রজ্বলন করার মধ্য দিয়ে ১৭তম দিনের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। -বিজ্ঞপ্তি
×