ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৬, ১৯ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২. অর্থনীতিতে সব কাজকে কাজ বলা যায় না। অর্থনৈতিক কাজ হিসেবে তুমি চিহ্নিত করবে - র. কৃষিকাজকে রর. শ্রমিকের কারখানায় কাজ করাকে ররর. মায়ের সন্তান পরিচর্যা করাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. কোনটির প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত? ক) বাংলাদেশ ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) ঋণদানকারী সংস্থা ৪. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বাংলাদেশ প্রণীত প্রতিবেদন অনুযায়ী মেডিকেল কলেসমূহে পড়ুয়া শিক্ষার্থীর কত ভাগ নারী? ক) ২০ খ) ২৯ গ) ৩৫ ঘ) ৪০ ৫. সামরিক আইন জারির সময় হুসেইন মুহম্মদ এরশাদ কোন পদে অধিষ্ঠিত ছিলেন? ক) সেনাপ্রধান খ) লেফটেন্যান্ট জেনারেল গ) ফিল্ড মার্শাল ঘ) লেফটেন্যান্ট কর্ণেল ৬. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলা হয়? ক) অর্থনৈতিক প্রতিষ্ঠান খ) অর্থনৈতিক আওতা গ) অর্থনৈতিক ব্যবহার ঘ) অর্থনৈতিক ব্যবস্থা ৭. ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৮. সরকারি চাকরিতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটির গেজেট প্রকাশ করা হয় কবে? ক) ৯ জানুয়ারি ২০০১ খ) ৯ জানুয়ারি ২০১১ গ) ১১ জানুয়ারি ২০০১ ঘ) ১১ জানুয়ারি ২০১১ ৯. সামাজিক রীতিনীতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখন কী ঘটে? ক) বিশৃঙ্খলা সৃষ্টি হয় খ) নৈতিক অবনতি শুরু হয় গ) সমাজে ভাঙন শুরু হয় ঘ) দুর্নীতি শুরু হয় ১০. সূর্যকে পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে? ক) ২২৫ দিন খ) ৩৬৫ দিন গ) ৬৮৭ দিন ঘ) ১২ বছর ১১. ১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে? ক) অলি আহাদ খ) শামসুল হক গ) আব্দুল মতিন ঘ) কাজী গোলাম মাহবুব ১২. কোন দেশে কয়েকটি রাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে? ক) রাশিয়ায় খ) সুইজারল্যান্ডে গ) গ্রিসে ঘ) জার্মানিতে ১৩. বঙ্গবন্ধু কবে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন? ক) ১৯৭১ সালের ৩ মার্চ খ) ১৯৭১ সালের ৪ মার্চ গ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ৭ মার্চ ১৪. কোন ব্যাংককে ‘নিকাশ ঘর’ বলা হয়? ক) বাণিজ্যিক ব্যাংক খ) কেন্দ্রীয় ব্যাংক গ) শিল্প ব্যাংক ঘ) গ্রামীণ ব্যাংক ১৫. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১৬. প্রধান নির্বাচন কমিশনারের চাকরির মেয়াদ কত বছর? ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬ ১৭. সিডও সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে গৃহীত হয়? ক) ১৯৮০ খ) ১৯৮৫ গ) ১৯৭৯ ঘ) ১৯৯৫ ১৮. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক? ক) বিশেষ ঋণদানকারী সংস্থা খ) সরকারি ব্যাংক গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক ১৯. ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত? ক) গঙ্গা খ) যমুনা গ) ধলেশ্বরী ঘ) কর্ণফুলী ২০. কেন্দ্রীয় ব্যাংক কার প্রতিনিধি হিসেবে কাজ করে? ক) রাষ্ট্রের খ) সরকারের গ) অন্যান্য ব্যাংকের ঘ) জামানতকারীর
×