ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে

প্রথমবারের মতো ডে কেয়ার অপারেশন থিয়েটার চালু

প্রকাশিত: ০৫:১৬, ২০ আগস্ট ২০১৫

 প্রথমবারের মতো ডে কেয়ার  অপারেশন থিয়েটার চালু

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো ‘ডে কেয়ার অপারেশন থিয়েটার (ওটি)’ চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২নং ভবনের ৫ম তলায় বুধবার থেকে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ যেমন কমে আসবে, তেমনি আর্থিকভাবেও রোগীরা উপকৃত হবেন। সার্জারি রোগীদের সেবা প্রদানের কাজের গতিও কয়েকগুণ বৃদ্ধি পাবে। এ কার্যক্রমের আওতায় জেনারেল সার্জারি, চক্ষু বিজ্ঞান, নাক-কান-গলা, ইউরোলজি, শিশু সার্জারি এবং ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের রোগীরা আধুনিক ও উন্নত চিকিৎসা তাৎক্ষণিকভাবে পাবেন। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওটি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আবদুল মজিদ ভূঁইয়া, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ সাজিদ হাসান, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাঃ মোঃ রুহুল আমিন, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ নকুল কুমার দত্ত, রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ এনায়েত করিম, এ্যানেসথেসিয়া এনালজেশিয়া এ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ দেবব্রত বণিক, নাক-কান-গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসনাত জোয়ারদার, প্রধান প্রকৌশলী শ্রীকান্ত রায় প্রমুখ। শোক দিবসের কর্মসূচীতে মোমবাতি প্রজ্বলন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪০ দিনব্যাপী কর্মসূচীর ১৯ দিন পালিত হয়েছে বুধবার। এ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর ম্যূরালে ৪০টি মোমবাতি প্রজ্ব¡লন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
×