ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসস’র নতুন পরিচালনা বোর্ড পুনর্গঠন

প্রকাশিত: ০৫:১৭, ২০ আগস্ট ২০১৫

বাসস’র নতুন পরিচালনা  বোর্ড পুনর্গঠন

সরকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. এম গোলাম রহমানকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে। পরিচালনা বোর্ডে সদস্যরা হলেন- বাসস’র ব্যবস্থাপনা পরিচালন এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, খুলনার দৈনিক পূর্বাচলের সম্পাদক লিয়াকত আলী এবং বাসস’র বিশেষ সংবাদদাতা আমিনুল ইসলাম মির্জা। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) অধ্যাদেশ ১৯৭৯-এর সেকশন ৭ ও ৮-এর আলোকে এই বোর্ড গঠিত হয়। বোর্ড তিন বছর দায়িত্ব পালন করবে। মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।
×