ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যাদুর্গতদের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০৫:১৯, ২০ আগস্ট ২০১৫

বন্যাদুর্গতদের  মধ্যে নগদ অর্থ বিতরণ

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ঝড়ো হাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সদর হাজী এমএ কালাম ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর বন্যা কবলিত এলাকার ৬’শ জন মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাচিং চাক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবক অধ্যাপক মোঃ শফি উল্লাহ। উপজেলার প্রত্যন্ত দুর্গম এলাকার ৬শ’ ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা হারে ত্রাণ বিতরণ করা হয়েছে।Ñস্টাফ রিপোর্টার, কক্সবাজার
×