ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করেছে এফবিসিসিআই

প্রকাশিত: ০৫:২০, ২০ আগস্ট ২০১৫

জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করেছে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ৬৪ জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রাথমিকভাবে ৬টি চেম্বারের সঙ্গে এ ভিডিও কনফারেন্স করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাকি চেম্বারগুলোর সঙ্গেও ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করা হবে। বুধবার এফবিসিসিআই কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ভিডিও করফারেন্সের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাগুলোর সমস্যা, শিল্প স্থাপনের উদ্যোগ ও তাদের প্রস্তুতি বিষয়ে সরাসরি জানা যাবে। সোনালী, জনতা ব্যাংকসহ প্রায় সবক’টি বেসরকারী ব্যাংক এ উদ্যোগে সাড়া দিয়ে উদ্যোক্তাদের সব ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
×